আমাদের পরিচিতি

রিওয়ায়াহ একটি ইলমি ওয়েবসাইট। এখানে ইসলামের মৌলিক ও বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলোর উপর শরীয়াহ’র  আলোকে তথ্যবহুল আলোচনা ও বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করা হবে। বর্তমানে অনলাইনে ইসলাম নিয়ে নানা আঙ্গিকে কাজ করা হচ্ছে, আমরা নতুন কিছু করতে চাই না; সে সূত্রেই মুসলিমদের দীনি প্রয়োজনগুলোকে সামনে রেখে আমরা বিশেষভাবে কাজ করতে চাই। কারণ, আমরা মনে করি, এই ধারায় বিশেষজ্ঞ আলোচকগণ যত বেশি অংশগ্রহণ করবেন, ধারাটি তত বেশি সমৃদ্ধ ও পরিণত হতে থাকবে। আমরা হয়তো খুব বেশি কিছু পারব না; কিন্তু নিয়তের শুদ্ধতার সাথে একটি লেখা দিয়েও যদি উপস্থিত থাকতে পারি, তাহলে পরকালে তা মহান প্রভুর নিকট থেকে ফেরত পাব, এটুকুই আশা।

রিওয়ায়াহ দুই ধারায় কাজ করতে চায় :
১. সরল ভাষায় ও ইতিবাচকভাবে মানুষের জন্য প্রয়োজনীয় ও মৌলিক জ্ঞান ও বিশ্লেষণ হাজির করা।
২. একাডেমিক পন্থায় ইসলামের পক্ষে জবাবি আলোচনা করা, এবং সমকালে মতবিরোধের জায়গাগুলোতে যথাসম্ভব ভারসাম্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করা। এক্ষেত্রে রিওয়ায়াহ দেশি বিদেশি বিখ্যাত চিন্তক ও স্কলারদের পাশাপাশি বাংলাদেশে কম আলোচিত কিন্তু ভালো চিন্তক ও লেখকদের নিয়ে আসতে চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। 

পড়ুন, প্রচার করুন এবং আপনিও লিখুন!

শেয়ার করুন