ডোনেশন

‘রিওয়ায়াহ’ অলাভজনক একটি প্রতিষ্ঠান। দাওয়াত ও দীন প্রচারে ইসলামের যে নির্দেশনা, সেই প্রেরণা ও দায়বোধ থেকে আমরা অল্প কয়েকজন এখানে যৎসামান্য স্বেচ্ছাশ্রম দিয়ে থাকি। ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, গ্রাফিক্স ডিজাইন, সম্পাদনা, লেখক সম্মানি প্রভৃতি খাতে এর বিভিন্ন ব্যয় রয়েছে। স্বভাবতই এসব ব্যয় আমাদের একার পক্ষে বহন করা কঠিন। চাইলে দীনি এই উদ্যোগে আপনিও শামিল হতে পারেন। 

Saber Cowdhury 2176217011785 Prime Bank, Habiganj

01772-770011

01772-770011